কাহিনী সংক্ষেপ
ভালোবেসে বিয়ে করা শ্রাবন্তীর বহুদিনের স্বপ্ন। প্রেমিকের সাথে বিচ্ছেদের পর এক বান্ধবীর বুদ্ধিতে ছেলেদের অডিশন নেয়া শুরু করে। আমন্ত্রিত না হয়েও শ্রাবন্তী বান্ধবীর কাজিনের বিয়েতে গেলে অপ্রত্যাশিত একটি ঘটনা সংঘটিত হয়, এরপরই "বিয়ে করতে চাই" ওয়েব সিরিজের কাহিনীকে ভিন্ন মোড়কে রূপ নেয়।